প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে। গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু বাতাসে জলীয়বাষ্পের কারণে ভ্যাপসা গরম থাকবে। আজ, মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, যার জেরে বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার বৃ্ষ্টিপাত বাড়বে। হাওয়া অফিসের খবর অনুযায়ী উপকুলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

উত্তরবঙ্গের পাহাড়ি জেলায় ধস নামার আশঙ্কা রয়েছে। নদীর জলস্তর বাড়ার ফলে শহরাঞ্চলে জল জমার সাথে সাথে নিচু এলাকায় সপ্তাহান্তে প্লাবনের আশঙ্কা রয়েছে। আগামী ৩ দিনের মধ্যে উত্তরবঙ্গ হয়ে রাজ্যে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু যার ফলে গোটা সপ্তাহ জুড়েই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে।

আগামীকাল অর্থাৎ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৭ থেকে ১১ সেন্টিমিটার-এর মতন ভারী বর্ষণ হতে পারে। এর সঙ্গে ঘন্টায় ৩০ কিলোমিটার থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

আজ, উত্তরবঙ্গে আলাদা ভাবে কোনও সতর্কতা জারি না হলেও কম বেশি বৃষ্টিতে ভিজবে জেলাগুলি। পাশাপাশি, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে আজ। যার জেরে কয়েকদিন উত্তাল থাকবে সমুদ্র। সেই মতন সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

কলকাতায় মূলত কম-বেশি মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের কারণে রয়েছে অস্বস্তিকর গরম আবহাওয়া। রাত ও দিনের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার সাথেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। সমুদ্র নিম্নচাপের ফলে উত্তাল থাকবে। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ২৮ মে বুধবার থেকে ৩১ মে শনিবার পর্যন্ত ও ২৯ মে বৃহস্পতিবার থেকে ৩১ মে শনিবার পর্যন্ত।

কলকাতায় মূলত মেঘলা আকাশ, বৃষ্টিপাতের ফলে স্বস্তি মিললেও বৃষ্টি বন্ধ হ’লে জলীয়বাষ্পের কারণে ফের অস্বস্তি। বুধবার থেকে বাড়বে ঝড়বৃষ্টির সম্ভাবনা এবং বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি কম।‌ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস কম।‌ ৭৭ শতাংশ থেকে ৯৭ শতাংশ রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। আগামী ২৪ ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment