ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন কিছু ‘কুচক্রী’। সেখানে গিয়ে তাঁদের নাম, ফোন নম্বর-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন তাঁরা। ব্যাঙ্কে খাতা খুলে দেওয়ার ছুঁতোয় আধার ও ভোটার কার্ডের প্রতিলিপি ও অন্যান্য তথ্য সংগ্রহ করছিলেন স্থানীয়দের। বিনিময়ে হাতে ধরাচ্ছেন হলুদ গুড়ো, লঙ্কা গুড়োর মতন নিত্যপ্রয়োজনীয় মশলাপাতি।
ধৃতেরা হরিয়ানার একটি সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে বাড়ি বাড়ি যাচ্ছিলেন পুলিশ সূত্রে খবর। এর নেপথ্যে বড় ষড়যন্ত্র রয়েছে,বিনিময়ে ভোটারদের হাতে ধরাচ্ছেন হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়োর মতো মশলাপাতি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী!রবিবার সার্কুলার জারি করে দলীয় নেতাদের সতর্ক করেছিল শাসকদল তৃণমূল। ঠিক তার পরেই বাঁকুড়ায় গ্রেফতার দুই মহিলা-সহ মোট পাঁচ জন। ধৃতদের দাবি, তাঁরা জনমত সমীক্ষা করতে গিয়েছিলেন।
এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলেই মনে করছে তৃণমূল।
শাসকদল সূত্রে জানা গিয়েছে, শুধু ভোটারদের বাড়িই নয়, তৃণমূলের বুথ এবং অঞ্চলের নেতাদের কাছেও যাচ্ছেন অনেকে। তাঁরা বুথ বা অঞ্চলের নেতাদের বলছেন যে, তাঁদের শীর্ষ নেতৃত্ব পাঠিয়েছেন। এ সব বলেই তাঁদের থেকে তথ্য সংগ্রহ করছেন তাঁরা। সম্প্রতি জঙ্গলমহলের বিনপুরে এ রকমই একটি ঘটনা ঘটে। এর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। আলোচনাও হয় দলের অন্দরে। তার পরেই সার্কুলার জারি করেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। ঘটনাচক্রে, তার ২৪ ঘণ্টার মধ্যেই বাঁকুড়ায় পাঁচ জন গ্রেফতার।

Leave a comment