ছুটি কাটাতে সস্ত্রীক পুরী গিয়েছিলেন স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়। সেখানে স্পিড বোটে চাপেন সস্ত্রীক স্নেহাশীষ। উত্তাল সমুদ্রে ঢেউয়ের দাপটে উল্টে গিয়ে সমুদ্রে পড়ে যান দুজনেই। লাইফ জ্যাকেট থাকায় কোনওমতে ভাসতে পারেন তাঁরা।
এরপরেই নুলিয়ারা ও লাইফগার্ডরা দ্রুত সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা ও বৌদি সহ সমস্ত পর্যটকদের উদ্ধার করে।

Leave a comment