নিজের দল শুধু নয় বড় ছেলে তেজ‌প্রতাপকে লালু প্রসাদ যাদব তাড়িয়ে দিলেন নিজের পরিবার থেকেও।‌ কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ব্যাখ্যাও দিয়েছেন আরজেডি প্রধান।

তেজপ্রতাপকে “দায়িত্বজ্ঞানহীন আচরণ” ও “পারিবারিক মূল্যবোধ ক্ষুন্ন” করার অভিযোগে দল ও পরিবার থেকে বিতাড়িত করেছেন বলে ব্যাখ্যা দিয়েছেন লালু প্রসাদ যাদব। আগামী ৬ বছর দলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক থাকবে না বলে জানিয়েছেন তিনি।

সমাজমাধ্যমে নিজের বড় ছেলে তেজপ্রতাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আরজেডি প্রধান। তিনি লেখেন, “ব্যক্তিগত জীবনে নৈতিক মূল্যবোধকে অবহেলা করা সামাজিক ন্যায়বিচারের জন্য আমাদের সম্মিলিত সংগ্রামকে দুর্বল করে। জ্যেষ্ঠ পুত্রের গতিবিধি, সামাজিক আচরণ তথা দায়িত্বজ্ঞানহীনতা মূলক কার্যকলাপ আমাদের পারিবারিক মূল্যবোধ ও সংস্কারের অনুরূপ নয়। সুতরাং এই পরিস্থিতিতে তাঁকে দল ও পরিবার থেকে দুরে সরাচ্ছি। এখন থেকে পার্টি ও পরিবারের প্রতি তার কোনও ভুমিকা থাকবে না। তাকে ৬ বছরের জন্য পার্টি থেকে বার করা হ’ল।”

এরপর তিনি আরও লেখেন,”নিজের জীবনের ভালো ও মন্দ নিজেই বুঝতে পারে সে। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ রাখেন সেক্ষেত্রে নিজের দায়িত্ব ও বিবেক থেকে তিনি তা রাখবেন। আমি জনজীবনে সবসময় লোকলজ্জার পক্ষে ছিলাম। পরিবারের বাকি বাধ্য সদস্যরাও এই পথ অনুসরণ করেছে। ধন্যবাদ”

এই প্রসঙ্গে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব বলেছেন, “এই বিষয়গুলো আমরা বরদাস্ত করতে পারিন। আমরা বিহারের জনগনের প্রতি আমাদের জীবন উৎসর্গ করেছি। আমার বড় ভাইয়ের বিষয়ে আমি যা শুনেছি তা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আমাদের দলের প্রধান স্পষ্ট করে দিয়েছেন নিজের ভালো ও মন্দ নিজেই বুঝতে পারেন তিনি। রাজনৈতিক বিষয় ও ব্যাক্তিগত বিষয় এক নয়।”

শনিবার বিহরের প্রাক্তন মন্ত্রী তেজ প্রতাপ একটি পোস্টের পর জানান তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পূর্ববর্তী পোস্টে একজন মহিলার সঙ্গে ছবি পোস্ট করে তাতে লেখা হয়েছিল সেই মহিলার সঙ্গে তিনি দীর্ঘ ১২ বছর ধরে সম্পর্কে রয়েছেন। এই পোস্টের পরই শোরগোল পড়ে যায়। তখন তেজপ্রতাপ জানান তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং ছবিগুলো নাকি আসল নয় সেগুলো টেকনোলজির মাধ্যমে তৈরি করা। গুজবে কান না দেওয়ার বার্তা দেন তেজ প্রতাপ।

এর একদিন পরেই তাঁকে বহিষ্কার করেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। সেখানে বৈশালী জেলার মহুয়া বিধানসভা থেকে নির্বাচনে লড়াই করার কথা তেজ প্রতাপের। তবে লালু প্রসাদ যাদবের এই সিদ্ধান্তের পর কী হবে বা কে হবেন প্রার্থী, সেটাই এখন দেখার বিষয়।

Leave a comment