উত্তরবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়তে পারে। কখনও আংশিক মেঘলা আকাশের থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। গরম ও অস্বস্তিও থাকবে।
রবিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের সব জেলাতেই রয়েছে, জানিয়াছে হাওয়া অফিস।

মূলত মেঘলা আকাশের সম্ভাবনা, কখনও আংশিক মেঘলা আকাশ। রবিবার বিকেল বা রাতে বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২.৬ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

তাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯২ শতাংশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা উত্তরবঙ্গে। নির্ধারিত দিনের আগেই কেরলে ঢুকেছে বর্ষা। আট দিন আগে কেরলে ঢুকল বর্ষা। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল ১৩ মে। বাংলাতেও আগাম বর্ষার অনুমান আবহাওয়া দফতরের। একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ঢুকে যাবে বর্ষা।

Leave a comment