বাংলা সহ চার রাজ্যের ৫টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নদীয়ার কালীগঞ্জে উপনির্বাচন হবে আগামী ১৯ জুন। ভোট গণনা হবে ২৩ জুন।

চলতি বছর ফেব্রুয়ারিতে প্রয়াত হন এলাকার বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তাঁর মৃত্যুর পর ঐ আসন তিন মাস ধরে বিধায়কহীন‌ অবস্থায় পড়ে রয়েছে। উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ায় সেই শূণ্যস্থান পূরণ হবে।

এই উপনির্বাচনের তালিকায় রয়েছে গুজরাতের কাদি ও বিসাবদর, কেরলের নিলম্বুর, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম। গুজরাতের কাদিতে বিধায়ক করসনভাই পঞ্জাভাই সোলাঙ্কির মৃত্যুতে উপনির্বাচন হবে, বিসাবদরে আম আদমি পার্টির বিধায়ক ভুপেন্দ্রভাই ভয়ানি দল বদল করে বিজেপিতে যোগদান করেন। কেরলের নীলম্বুরের নির্দল বিধায়ক পি ভি আনওয়ার তৃণমূলে যোগদান করে বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন, পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিমের আম আদমি পার্টির বিধায়ক চলতি বছল জানুয়ারি মাসে নিজের বাড়িতে পিস্তল পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনাবশত গুলি লেগে নিহত হয়েছিলেন।

পাঁচ রাজ্যের এই উপনির্বাচনের ফলাফল পরবর্তী রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Leave a comment