শুক্রবার রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেতা। বলিউড, টলিউড ও দক্ষিণি ছবিতেও অভিনয় করেছেন তিনি। অভিনেতার এক বান্ধবী অভিনেত্রী দীপশিখা নাগপাল সোশ্যাল মিডিয়ায় অভিনেতা মুকুল দেবের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন। তবে কি কারণে মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। যাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
১৯৯৬ সালে ‘মুমকিন’ ধারাবাহিক থেকে অভিনয়ের কেরিয়ার শুরু করেন তিনি। বলিউডে প্রম ছবি করেন ‘দস্তক’-এ। এছাড়াও ‘সন অফ সর্দার’, ‘জয় হো’, ‘আর রাজকুমার’ ছবিতেও কাজ করেছেন তিনি।
দিল্লির এক পাঞ্জাবি পরিবারের সন্তান মুকুল দেব। অভিনয়েথ পাশাপাশি তিনি প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট। হিন্দি ছবির পাশাপাশি বাংলা, পাঞ্জাবি, কন্নড় ছবিতেও তিনি অভিনয় করেছেন। ২০২২ সালে ‘অন্ত’ ছবিতে তিনি শেষবারের মতন অভিনয় করেন।

Leave a comment