বিগত কয়েকদিন ধরেই আরও একবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল।‌ কারণ শোনা যাচ্ছিল সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূখ্য উপদেষ্টা মহম্মদ ইউনুস ইস্তফা দিতে পারেন। তার প্রধান‌ কারণ সে দেশের সেনা রধানের সংঘাত। সে দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকর-উজ-জামান নির্বাচন করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন ইউনুসের ওপর। অপরদিক থেকে একই কারণে চাপ আসতে থাকে খালেদা জিয়ার বিএনপি-র তরফেও।

এখন প্রশ্ন হ’ল আদৌ কি ইস্তফা দেবেন ইউনুস? নাকি পুরোটাই নাটক। এনডিটিভি তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আরও পাঁচ বছর ক্ষমতা থাকতে চান মহম্মদ ইউনুস। নিজের রাজনৈতিক দলের মাধ্যমে সেই প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। তাঁর সমর্থকরা ঢাকার রাজপথে নির্বাচন বিরোধী মিছিল শুরু করে দিয়েছে ইতিমধ্যে। মিছিলের স্লোগান, “আগে সংস্কার, পরে নির্বাচন।”

২০২৪ সালে শেখ হাসিনা কে এক প্রকার উৎখাত করে জোর করে ক্ষমতায় আসে ইউনুস। পরবর্তী নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকার কথা তাঁর। এখন সেই নির্বাচন এড়িয়ে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইছেন তিনি।

কিন্তু নির্বাচন নিয়ে সেনা প্রধানের চাপ ও তার সঙ্গে রোহিঙ্গা করিডরের বিরোধিতা করেও সেনাবাহিনীর তরফে যে চাপ আসছে তাতেই দিশেহারা হয়ে ‘ইস্তফা’-র হুমকি দিয়ে পাল্টা চাপ সৃষ্টি করতে চাইছেন মহম্মদ ইউনুস। এমনটা মনে করছেন তাঁর সমালোচকদের একটি বড় অংশ। রোহিঙ্গা করিডর নিয়ে সে দেশের সেনা প্রধানের বক্তব্য ‘দেশের সার্বভৌমত্ব ও সীমা সুরক্ষার বিষয় যেখানে জড়িত সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র নির্বাচিত সরকার।’

ইউনুসের রোহিঙ্গা করিডর তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাষ্ট্রসংঘের সমর্থন থাকলেও বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্যান্য রাজনৈতিক দল এর তীব্র বিরোধিতা করেছে। বাংলাদেশের ভেতরে এই করিডর তৈরিকে সমর্থন জানিয়েছে তার সরকারের অংশ ও এনসিপি নেতা নাহিদ ইসলামের মতন তাঁর কিছু অনুগামীবৃন্দ।

মহম্মদ ইউনুসের সমর্থনে এদিন ঢাকায় ‘মার্চ ফর ইউনুস’ নাম দিয়ে একটি মিছিলও ডাকা হয়েছে। এছাড়াও সেদেশের কট্টর মুসলিমপন্থীদের টিকে থাকার ভরসাও মহম্মদ ইউনুস।

রোহিঙ্গা করিডর মতপার্থক্যের জেরে চলতি সপ্তাহে ইস্তফা দিয়েছেন বাংলাদেশের বিদেশ সচিব। ইউনুসের বিরুদ্ধে মূল অভিযোগ তিনি বিদেশি শক্তির কথায় চালিত হচ্ছেন।

তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এদিন দুপুরে নিজের সরকারের পরিষদকে নিয়ে বৈঠক করেন মহম্মদ ইউনুস। সেই বৈঠক শেষেই সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিকপনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টার ইস্তফার জল্পনা উড়িয়ে দেন।

পরিকল্পনা উপদেষ্টা মাহমুদ জানান, “মহম্মদ ইউনুস নিজের পদেই বহাল থাকছেন। উনি কখনওই ইস্তফার কথা ঘোষণা করেননি অন্যান্য উপদেষ্টারাও থাকছেন। প্রত্যেকেই আমরা নিজেদের দায়িত্ব পালন করে আসছি।”

Leave a comment