গোটা রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু বাতাসে জলীয়বাষ্পের কারণে ভ্যাপসা গরম থাকবে। আজ ও কাল চলতে পারে ঝড়-বৃষ্টি রাজ্যের সমস্ত জেলায়। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা জানিয়েছে হাওয়া অফিস। ঝড়বৃষ্টি চললেও আগামী ৫ দিন তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বুধবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে।

কলকাতায় মূলত কম-বেশি মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের কারণে রয়েছে অস্বস্তিকর গরম আবহাওয়া। রাত ও দিনের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার সাথেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায়। আগামী বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আজ শনিবার, কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম।‌ গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।‌ ৬৬ শতাংশ থেকে ৯৫ শতাংশ রয়েছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। আগামী ২৪ ঘন্টায় শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment