“সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর হয় পাকিস্তান তার হিংশ্র প্রশিক্ষনদাতা।” জাপানের মাটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কড়া অবস্থান প্রচার করতে গিয়ে এমনভাবেই তুলধনা করেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাকিস্তানের সন্ত্রাসবাদকে মদত দেওয়ার নীতির বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন তিনি।

এইমুহুর্তে ভারতের সন্ত্রাসবিরোধী নীতির প্রচারে বিভিন্ন দেশে সফর করছে বহুদলীয় প্রতিনিধি দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের সাংসদ সঞ্জয় ধা-র নেতৃত্বাধীন দলে। এই মুহূর্তে সেই দল রয়েছে জাপানে। সেখানে ভারতীয়দের একটি আলোচনা সভায় এমনটাই বক্তব্য রাখলেন অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা, “ভয়ের কাছে আমরা নতি স্বীকার করবো না।”

তিনি এর সঙ্গে বলেন, “সন্ত্রাসবাদ দমনে ভারত কোনও ভয় পায় না। কেন্দ্রে যে রাজনৈতিক দল রয়েছে তারা হয়তো আভ্যন্তরীণ রাজনৈতিক দল হিসেবে আমাদের বিরোধী কিন্তু দেশের স্বার্থে সন্ত্রাসবাদ দমনের স্বার্থে আমাদের বার্তা এক। জনসম্মুখে বলছি, পাকিস্তান যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই জবাব দেওয়া উচিত।”

এরপরেই তিনি একেবারে তুলধনা শুরু করেন পাকিস্তানকে। তিনি বলেন, “সন্ত্রাসবাদ যদি পাগলা কুকুর হয়, পাকিস্তান তার হিংস্র প্রশিক্ষণদাতা। এই হিংস্র মণিবের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে পাগল কুকুরের সংখ্যা বাড়তে আরম্ভ করবে।”

জাপান থেকে এই বহুদলীয় প্রতিনিধিদলের যাত্রা শুরুর কারণও তিনি ব্যাখ্যা করেন, “এই দেশ ভারতের কৌশলগত বন্ধু রাষ্ট্র তাই জাপান থেকেই শুরু করা হয়েছে এই সফর। বিভিন্ন রাজনৈতিক দল থেকে এলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।”

‘অপারেশন সিন্দুর’-এর প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা প্রমাণ নিয়ে এসেছি। ছবি মিথ্যা বলে না। ভারতীয় সশস্ত্রবাহিনী ১৫ দিন অপেক্ষা করার পর পাকিস্তানের কোনও সিভিলিয়ানদের জীবন ঝুঁকি তে না ফেলে ৯ টি জঙ্গিঘাটি গুড়িয়ে দিয়েছে। তারপর প্রত্যেকবারের মতন পাকিস্তান ভিক্টিম সাজতে শুরু করেছে। পাকিস্তানের আসল রুপ আমরা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে চাই।”

Leave a comment