আমেরিকায় বিক্রিত আইফোন কেবলমাত্র আমেরিকাতেই প্রস্তুত করতে হবে। অন্য দেশে তৈরি আইফোন আমেরিকায় বিক্রি করতে গেলে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে।

শুরবার সমাজমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি অ্যাপলের কর্ণধার টিম কুক-কে আগেই জানিয়েছিলেন যদি আমেরিকায় আইফোন বিক্রি করতে চাইলে সেই আইফোন আমেথিকাতেই বানাতে হবে।
কিছুদিন আগেও টিম কুক-কে ভারতে আর অ্যাপলের জিনিস তৈরি না করার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। যদিও সূত্রের খবর, এই বিষয়ে বাণিজ্য সংক্রান্ত কোনও পরিবর্তন টিম কুকের তরফে জানা যায়নি।
সংবাদ সংস্থা পিটিআই সূরের খবর, ট্রাম্পের মন্তব্যের পরই ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালির কুপারটিনো-তে অ্যাপলের সদর দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন কেন্দ্র। সেক্ষেত্রেও জানানো হয়েছিল ভারতে বিনিয়োগের বিষয়ে কোনও বদল আনা হচ্ছে না। অ্যাপলের বিভিন্ন জিষিসের উৎপাদনকেন্দ্র হিসেবে ভারতকেই বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন তাঁরা।

Leave a comment