বুধবার বিকেল থেকেই গোটা উত্তর ভারতে শুরু হয় ঝড়বৃষ্টি। বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এই ঘটনায়। এই পরিস্থিতিতে দিল্লি থেকে শ্রীনগর-গামী একটি বিমান খারাপ আবহাওয়ার কবলে পড়লে পাইলট পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি চান পাকিস্তানের লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে। কিন্তু নির্লজ্জের মতন সেই অনুমতি প্রত্যাখ্যান করে পাকিস্তান। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে।
২২৭ জন যাত্রী ছিলেন ঐ বিমানে। শ্রীনগর পৌঁছনর আগেই খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিমানটি। একেরপর এক শিলা আঘাত হানতে থাকে বিমানের গায়ে। শুরু হয় প্রবল ঝাঁকুনি। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বিমানটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয় সে আঘাতে। এই পরিস্থিতিতে যাত্রীদের প্রাণ বাঁচাতেই পাইলট জরুরি অবতরণ করতে চেয়ে লাহোর এয়ার ট্রাফিকের কাছে অনুমতি চেয়েছিলেন। এরপর নির্লজ্জের মতন সে অনুরোধ প্রত্যাক্ষান করে পাকিস্তান। যদিও দূর্যোগ সামলেও সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শ্রীনগরে অবতরণ করে বিমানটি।

Leave a comment