‘অপারেশন সিন্দুর’ এবং সন্ত্রাস বিরোধী নীতি ‘জিরো টলারেন্স’-এর প্রচারে বিভিন্ন দেশে পাড়ি দিয়েছে বহুদলীয় প্রতিনিধি দল। একটি প্রতিনিধি দলে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার সেই ‘অপারেশন সিন্দুর’ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে একটি বিশেষ সংসদ অধিবেশনের আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর সঙ্গে তিনি জানিয়েছেন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থে সবসময় কেন্দ্রের পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। সন্ত্রাসবাদ দমনে ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর কথা পৌঁছে দিতে যে সর্বদলীয় প্রতিনিধি দল বাইরের রাষ্ট্রে পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে সেই পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এইদিন নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “আমি অত্যন্ত আপ্লুত যে বহুদলীয় প্রতিনিধিরা ভারতের সন্ত্রাসবাদ নীতির প্রচারে বিভিন্ন দেশে গিয়েছেন। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তৃণমূল কংগ্রেস সর্বদা কেন্দ্রের পাশে রয়েছে। এই মুহূর্তে যে বহুদলীয় প্রতিনিধি দল বাইরে রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে ফিরে আসতে পারেন সেই বিষয়ে একটি বিশেষ পার্লামেন্ট সেশনের আবেদন জানাচ্ছি। কারণ আমি মনে করি, সাম্প্রতিক অবস্থা নিয়ে সবার আগে দেশের মানুষের জানার অধিকার রয়েছে।”

Leave a comment