পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় প্যান গিয়েছিল ২৬ জন নিরীহ পর্যটকদের। এরপর ভারতের টপ ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে পড়ে জনহীন। যেখানকার প্রধান জীবিকা পর্যটন সেখানে পর্যটকের অভাবে ধুঁকছে পর্যটন ব্যবসা।

পেহেলগামে ময়াবহ জঙ্গি হামলার ঘটনার প্রায় ১ মাস হতে চলেছে। এই পরিস্থিতিতে কেমন আছেন কাশ্মীরিরা? তা জানতেই বুধবার সন্ধ্যায় শ্রীনগর পৌঁছল তৃণমূলের পাঁচ সদস্যের‌ প্রতিনিধি দল।

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের নেতৃত্বে সাংসদ মমতা বালা ঠাকুর,‌ সাংসদ নাদিমুল হক, সাংসদ সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া এই দলে উপস্থিত রয়েছেন। ২১ থেকে ২৩ মে তাঁরা কাশ্মীরে থাকবেন।

তৃণমূল সূত্রে খবর ঐই সফর শেষে বাংলায় ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দেবেন তাঁরা।

Leave a comment