রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদারের দু’টি ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ। একটি ভোটার কার্ড রয়েছে বালুরঘাটে এবং অন্যটি রয়েছে জলপাইগুড়িতে।

অভিযোগ জমা পড়ার পর জাতীয় নির্বাচন কমিশন তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার মনোজ আগরওয়াল।

কমিশন জানিয়েছে, বিবাহের আগে কোয়েল চৌধুরী নামে ভোটার কার্ড ছিল। সুকান্ত মজুমদারের সঙ্গে বিবাহের পদ কোয়েল চৌধুরী হয়ে যান কোয়েল মজুমদার। বালুরঘাটে এসে কোয়েল মজুমদার নামে ভিন্ন এপিক নম্বর দিয়ে তৈরি করেন আরও ঐকটি ভোটার কার্ড। এখন দু’টি জায়গায় নাম থাকলেও পদবী ও এপিক নম্বর আলাদা হওয়ায় প্রাথমিক ভাবে কোনও সন্দেহ হয়নি।

দুই জায়গায় পৃথকদিনে ভোট হ’লে কোয়েল দেবি দু’দিনই ভোট দিতে পারেন। সেই কারণেই গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করছে কমিশন। চলতি সপ্তাহেই এই বিষয়ে রিপোর্ট জমা পড়বে কমিশনে। সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে।

Leave a comment