আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গের ৬টি জায়গা থেকে দিঘার বাস পরিষেবা শুরু হচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রায়গঞ্জ ও মালদা থেকে প্রতি সপ্তাহে দু’দিন করে বাস ছাড়বে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশে। একথা জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। এই সংক্রান্ত রুট ও ভাড়ার বিষয়ে বিশদে তথ্য প্রকাশ করেছে নিগম।

১. কোচবিহার-দিঘা বাস:
কোচবিহার থেকে দিঘা: সোম ও শুক্রবার দুপুর ২ টো
দিঘা থেকে কোচবিহার: মঙ্গল ও শনিবার দুপুর ২ টো
যাত্রা শুরু ৩০ মে
বাসের রুট: ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট হয়ে চলবে বাস।
২. আলিপুরদুয়ার-দিঘা বাস:
আলিপুরদুয়ার থেকে দিঘা: মঙ্গল ও শনিবার দুপুর ২ টো
দিঘা থেকে আলিপুরদুয়ার: বুধ ও রবিবার দুপুর ২ টো
যাত্রা শুরু ৩১ মে
বাসের রুট: ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা, কোলাঘাট হয়ে দিঘার জগন্নাথধামে পৌঁছবে বাস।
৩. জলপাইগুড়ি-দিঘা বাস:
জলপাইগুড়ি থেকে দিঘা: বুধ ও শনিবার বিকেল ৪ টে
দিঘা থেকে জলপাইগুড়ি: বৃহস্পতি ও শনিবার দুপুর ২ টো ৩০ মিনিট
যাত্রা শুরু: ২৮ মে
বাসের রুট: শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে দিঘা।
৪. শিলিগুড়ি -দিঘা বাস:
শিলিগুড়ি থেকে দিঘা: বৃহস্পতি ও রবিবার বিকেল ৫ টা ৩০ মিনিট
দিঘা থেকে শিলিগুড়ি: শুক্র ও শনিবার দুপুর ২ টো ৩০ মিনিট
যাত্রা শুরু: ২৯ মে
বাসের রুট: রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে দিঘা
৫. রায়গঞ্জ-দিঘা বাস:
রায়গঞ্জ থেকে দিঘা: সোম ও শুক্রবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট
দিঘা থেকে রায়গঞ্জ: মঙ্গল ও শনিবার দুপুর ৩ টে
যাত্রা শুরু: ৩০ মে
বাসের রুট: মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে দিঘা
৬. মালদা-দিঘা বাস:
মালদা থেকে দিঘা: মঙ্গল ও শনিবার রাত ৯ টা
দিঘা থেকে মালদা: বুধ ও রবিবার দুপুর ৩ টে
যাত্রা শুরু: ৩১ মে
বাসের রুট: বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে দিঘা
এবার দেখে নেওয়া যাক ভাড়ার তালিকা:
কোচবিহার থেকে কলকাতা: ১,৭২০ টাকা তবে ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,৩০০ টাকা
কোচবিহার থেকে দিঘা: ২,১৬০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,৬১০ টাকা
আলিপুরদুয়ার থেকে কলকাতা: ১,৭১০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,২৯০ টাকা
আলিপুরদুয়ার থেকে দিঘা: ২,১৫০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,৬১০ টাকা
জলপাইগুড়ি থেকে কলকাতা: ১,৪৯০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,১২০ টাকা
জলপাইগুড়ি থেকে দিঘা: ১,৯২০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,৪১০ টাকা
শিলিগুড়ি থেকে কলকাতা: ১,৩৭০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,০৬০ টাকা
শিলিগুড়ি থেকে দিঘা: ১,৮০০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,৩১০ টাকা
রায়গঞ্জ থেকে কলকাতা: ৯৫০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ৭৬০ টাকা
রায়গঞ্জ থেকে দিঘা: ১,৩৮০, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ১,০৭০ টাকা
মালদা থেকে কলকাতা: ৭৯০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ৬৩০ টাকা
মালদা থেকে দিঘা: ১,২২০ টাকা, ১৫ জুন ছাড় দিয়ে ভাড়া ৯৪০ টাকা

টিকিট কাটা যাবে শিলিগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রায়গঞ্জ ও মালদার SBSTC কাউন্টার থেকে। এছাড়াও www.redbus.in থেকে কাটা যাবে অনলাইন টিকিট।

Leave a comment