‘অপারেশন‌ সিন্দুর’ -এর গুরুত্ব বোঝাতে ও বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা পৌঁছে দিতে সর্বদলীয় প্রতিনিধিদল পৌঁছল জাপানের রাজধানী টোকিওতে। এই দলে বাংলা থেকে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুধবার দিনই এই দল পৌঁছয় টোকিওতে। আজ সকালে জাপানের ভালতীয় অ্যাম্বাসেডর সিবি জর্জের সঙ্গে বৈঠক হয় তাঁদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই দলে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই দলে রয়েছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি, বিজেপি সাংসদ ব্রিজ লাল, বিজেপি সাংসদ প্রধান বড়ুয়া, বিজেপি সাংসদ হেমাঙ্গ যোশী, কংগ্রেস নেতা সলমন খুরশিদ, প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার এবং সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস। এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন আরজেডি সাংসদ সঞ্জয় ঝা।

২২ মে জাপানের বৈঠক সেরে ২৪ মে দক্ষিণ কোরিয়া পৌঁছনোর কথা এই দলটির। এরপর ২৭ মে সিঙ্গাপুর, ২৮ মে ইন্দোনেশিয়া, এবং ৩১ মে মালয়শিয়া হয়ে দিল্লি ফিরে আসবে এই দল।

বিশ্বমঞ্চে ভারত পাক সংঘাতে ভারতের জঙ্গি বিরোধী নীতি ‘জিরো‌ টলারেন্স’ ও ‘অপারেশন‌ সিন্দুর’-এর গুরুত্ব বোঝাতেই কেন্দ্র ৫৯ জন্য কূটনীতিক ও প্রাক্তন মন্ত্রী নিয়ে ৭ টি প্রতিনিধি দল তৈরি করে। মোট ৩৩টি দেশ ঘুরবে এই প্রতিনিধিদলগুলি। ২১ মে থেকে যাত্রা শুরু করে এই দল ৫ জুন পর্যন্ত সফর করবে এই দলগুলি।

Leave a comment