সোমবার রাতে কলকাতার আকাশে অজ্ঞাত পরিচয় ৭টি ড্রোন দেখতে পেয়েই তৎপর হয় পুলিশ। লালবাজার সূত্রের খবর, বেহালা এবং মহেশতলা থেকে কলকাতার দিতে ৭ টি ড্রোন নজরে আসে। তারপর হেস্টিংস হয়ে ময়দানের ও পর দিয়ে ভেসে যায় সেগুলো। হেস্টিংস এমন একটি এলাকা যেখানে সেনা রয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠতে থাকে কে বা কারা কোন উদ্দেশরে এই ড্রোনগুলি ওড়াচ্ছিল?
বিষয়টি নজরে আসতেই ইস্টার্ন কমান্ড ফোর্ট উইলিয়ামে জানতে চাওয়া হয় কোনও সেনা মহড়া হচ্ছে কিনা। কিন্তু জানা যায় এমন কোনও মহড়া সেনা করেনি। এরপরই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এর সঙ্গে আশ্বস্ত করেছে পুলিশ যে বিষয়টি তদন্তাধীন সুতরাং কোনো গুজব সৃষ্টি করে আতঙ্ক ছড়াতে নিষেধ করেছে পুলিশ।
সেনার তরফেও একই বিবৃতি জানানো হয়েছে সেনার তরফে।

Leave a comment