পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার জ্যোতি মালহোত্রা। গত ১ বছরে কলকাতার একাধিক জায়গায় ঘুরে বেড়িয়েছেন তিনি। আর তার ভ্লগে প্রতিটি জায়গার বিররণ রয়েছে শিয়ালদা ও হাওড়ার মতো গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনের।

প্ল্যাটফর্মে কতখানি ভিড় থাকে? শিয়ালদা স্টেশনে কত লোক যাতায়াত করেন? রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের মতো হাই প্রোফাইল ট্রেন নিয়েও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একাধিক তথ্য দিয়েছেন জ্যোতি।

শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জের ভিতর থেকে পর্যন্ত ভিডিও রেকর্ড করে ভ্লগে দিয়েছিলেন জ্যোতি। শিয়ালদা স্টেশনে যাত্রীদের বিশ্রাম নেওয়ায় জায়গা কোথায় আছে, তাও নিজের ভ্লগে দেখিয়েছেন সন্দেহভাজন পাক গুপ্তচর জ্যোতি। শুধু শিয়ালদা স্টেশনই নয়, হাওড়া স্টেশন হয়েও কলকাতায় এসেছিল জ্যোতি। ক্যামেরাবন্দি করেছিল হাওড়া স্টেশনের ভিতরের ছবি। জ্যোতির ভ্লগে দেখা গেছে হাওড়া ব্রিজ ও গঙ্গার ছবিও।

Leave a comment