দুপুর ১.৫৫ নাগাদ ৭৫৭২০ শিলিগুড়ি থেকে মালদাগামী ডেমু ট্রেনের পেছনের ইঞ্জিনে লাগে আগুন। ঘটনাটি ঘটেছে গাইসাল স্টেশনের কাছে। এই ঘটনা নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন। যাত্রীদের সুরক্ষার্থে নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে।

তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হলেও বিকেল ৩.১৫ টা থেকে স্বাভাবিকভাবেই ট্রেন চলাচল শুরু হয়েছে। এই ঘটনার জেরে কোনও হতাহতের খবর নেই বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Leave a comment