আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের কারণে বাড়বে অস্বস্তি। গত কয়েকদিনের মতন আজও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

এরসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান জেলায় জারি হয়েছে সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ মালদহ জেলায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে ঘটায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

কলকাতায় সকালে আবহাওয়া ভাল থাকলেও আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তি। আগামী শু পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে কলকাতায় তবে আজ অর্থাৎ মঙ্গলবার শহরে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে হাওয়া অফিসের সূত্রে খবর। তবে বুধ ও বৃহস্পতিবারের মধ্যে বাড়তে পারে ঝড়বৃষ্টির প্রভাব।

আজ শহরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক অপেক্ষা ২ ডিগ্রি বেশি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৯ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment