হংকং সিঙ্গাপুরের মত দেশগুলিতে উদ্বেগজনকভাবে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। সিঙ্গাপুরে ১ সপ্তাহে কেসের সংখ্যা বৃদ্ধি পেয়েছৈ ২৮%। গতমাসের ১১,১০০টি কেস থেকে সংখ্যা বেড়ে হয়েছে ১৪,২০০টি।

হংকং -এ ৩১ জন গুরুতর আক্রান্ত। এর সঙ্গেই চিন্তা বাড়াচ্ছে ভারতের কয়েকটি জায়গা। ১২ মে-র পর ভারতে ১৬৪ জন নতুন আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে।‌ মোট আক্রান্তের সংখ্যা ২৫৭ জন। কেরল, মহারাষ্ট্র ও তামিলনাড়ু তে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।

এক নজরে দেখে নিন কোথায় কতজন আক্রান্ত:

দিল্লি: ৫

রাজস্থান: ২

গুজরাত: ৭

মহারাষ্ট্র: ৫৬

কর্ণাটক: ১৩

কেরল: ৯৫

তামিলনাড়ু: ৬৬

পুদুচেরি: ১০

হরিয়ানা: ১

সিকিম: ১

পশ্চিমবঙ্গ: ১

হংকং সিঙ্গাপুরের মতন কোভিড কেসের সংখ্যাবৃদ্ধি পাওয়ায় ন্যাশনাল সেন্টার ফর ডিসিজ় কন্ট্রোল, ইন।ডিয়ান কাউন্সিল ওফ মেডিকেল রিসার্চ ও বিভিন্ন সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ মিলে একটি বৈঠকও হয়।

Leave a comment