পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্য শ্রী লক্ষ্মীকান্ত মণ্ডল আজ সকাল ৮:৩০ মিনিটে সফলভাবে এভারেস্ট আরোহণ করেছেন। রাজ্য পুলিশের কনস্টেবল পদে আছেন তিনি।
বর্তমানে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার বডিগার্ড হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এভারেস্ট অভিযানে রওনা দেন তিনি। সঙ্গী হিসেবে তাঁর সঙ্গে ছিলেন গীতা সামোতা।
অভিযানের আগে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন নগরপাল সহ কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের পদস্থ আধিকারিকরা। তাঁর এই কৃতিত্বে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুলিশ।

Leave a comment