পূর্ব বর্ধমান: পেশায় রেলকর্মী, বয়স পঞ্চাশ তারপরেও হয়তো বোধ বুদ্ধির অভাব। ভারতীয় রেলের কর্মচারি হয়েও সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করেন পূর্ব বর্ধমানের অন্তর্গত আউশগ্রামের বাসিন্দা ইমারুল শেখ ওরফে স্বপন শেখ।
পেহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধে ভারতীয় সশস্ত্রবাহিনী ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে জবাব দেয় পাকিস্তানকে। এরপর ঘাত প্রত্যাঘাতে পাকিস্তান হয়ে পড়ে অসহায়। যদিও তারপর উভয়দেশের আলোচনার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
উক্ত পরিস্থিতির জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্যকে বিকৃত করে লেখা হয়, ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের কাছে ক্ষমা চাইছেন! এর সঙ্গে দেওয়া হয় ইমোজি। তার সঙ্গে জুড়ে দেওয়া হয় পাকিস্তান ও বাংলাদেশের পতাকার ছবি। জাতীয় রেলের কর্মচারী হয়ে এই ধরনের পোস্ট করার পর তার ঘনিষ্ঠরা তাকে সেই পোস্ট মুছে দিতে বললে সে মুছেও দেয় পোস্ট। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়না।
এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় ঐ পোস্ট ঘিরে। এরপর বিকেলে গুসকরা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতীয় রেলের কর্মচারী এই ইয়ারুল শেখ কোন ভিত্তিতে বা কেন এই ধরণের পোস্ট করলেন তা তদন্ত করছে।

Leave a comment