বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। কোথাও কোথাও কালবৈশাখী আবার কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তারই মধ্যে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস। টানা তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। এরই সঙ্গে ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক উষ্ণতার থেকে ৩.৯ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬%৪ থেকে ৯২% এবং আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন অঞ্চলের তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment