ম্যাচ শুরুই করা গেল না চিন্নাস্বামী স্টেডিয়ামে। কার্যত বৃষ্টির জন্যই প্লে অফে যাওয়ার স্বপ্ন অধরা থেকে গেল কলকাতার। এখন কলকাতার হাতে মাত্র বাকি দু’টি ম্যাচ। যে দুটিতে জিততেই হবে নাইটদের তার সঙ্গে বাকি টিমের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনও উপায় নেই কলকাতা নাইট রাইডার্সের।

ভারত পাক সীমান্ত উত্তেজনার আবহে স্থগিত হয়ে যায় আইপিএল। তারই বাকি অংশ আজ শুরু হওয়ার কথা ছিলো কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচের মাধ্যমে। ভেন্যু ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। আজ এই ম্যাচে জিততে পারলে তবুও পরের ম্যাচে আশা থাকত কলকাতার। কিন্তু ৎএখন পরের দুটো ম্যাচ যে কলকাতার কাছে নিয়মরক্ষার তা বলার আর অপেক্ষা রাখে না।

তবে এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ার ১৭ পয়েন্ট নিয়ে আরসিবি চলে গেলো এক নম্বরে। কলকাতার ভাঁড়ারে রইলো ১২ পয়েন্ট। কলকাতা রয়ে গেলো ছ’নম্বরে।

Leave a comment