আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর মুখোমুখি কলকাতা। আর এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ।

দেখে নিন পয়েন্ট কেবিলে কোন দল কোথায় রয়েছে।
গুজরাত টাইটানস:
১১ টি ম্যাচ খেলে ১৬ পয়েট পেয়ে এক নম্বরে অবস্থান করছে গুজরাত। ৮টি ম্যাচে জয় লাভ করেছে শুভমান গিলের দল। ফলে প্লে অফে অনেকটাই এগিয়ে তারা।
রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:
১১ টি ম্যাচে ১৬ পয়েন্ট পেয়েছে তারাও। তবে নৈট রান রেটে পিছিয়ে থাকার দরুন দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতার বিরুদ্ধে নামছে কলকাতার দল। আজ ফলাফল কী হয় সেটাই দেখার।
পাঞ্জাব কিংস:
১১ টি ম্যাচে ১৫ পয়েন্ট পেয়েছে শ্রেয়স আইয়ারের দল। ৭ টি ম্যাচে ৩ টি তে পরাজিত হয়েছে তারা। কলকাতার বিরুদ্ধে একটি ম্যাচে বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট করে পায় উভয় দল। পাশাপাশি দিল্লির বিপক্ষে হওয়া ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে যায়। সেখান থেকেও আসতে পারে এক পয়েন্ট। এই মুহূর্তে দিল্লি রয়েছে ৩ নম্বরে।
মুম্বাই ইন্ডিয়ান্স:
শুরুতে ব্যর্থ হলেও একটানা ৬ ম্যাচ জিতে ৪ নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। মোক ১২ টি ম্যাচে ১৪ পয়েন্ট পেয়েছে তারা।
দিল্লি ক্যাপিটালস:
১১ টি ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে অক্ষর প্যাটেলের দল দিল্লি। রয়েছে ৫ নম্বরে। বুধবার এই টীমে যোগ দিচ্ছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
কলকাতা নাইট রাইডার্স:
১২ টি ম্যাচে আজিঙ্কা রাহানের কলকাতা নাইট রাইডার্স পেয়েছে ১১ পয়েন্ট। রয়েছে ৬ নম্বরে। আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা কামব্যাক করতে পারবে কি না সেটাই দেখার।

লখনউ সুপার জায়েন্টস:
১১ ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট।

Leave a comment