ভারতের ইংল্যান্ড সফরের জন্য ইন্ডিয়া এ দল ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত ভারত -ইংল্যান্ড টেস্ট সিরিজের আগেই নাটকীয় ভাবে প্রথমে রোহিত শর্মা এবং তারপরেই বিরাট কোহলি অবসর নেন টেস্ট থেকে। এর পরেই সমস্যা দেখা দেয় ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বাছাই নিয়ে। কে হবে অধিনায়ক? কারা রয়েছেন সেই দৌড়ে? এই নিয়ে কাঁটাছেড়া চলছিলো ক্রীড়া মহলে।

তবে, ভারতের ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় এ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বাংলার অভিমন্যু ঈশ্বরণ হলেন ভারতীয় এ দলের অধিনায়ক। ২৯ বছর বয়সী এই খেলোয়াড় ভারতের হয়ে একটি ম্যাচও খেলেন নি। ইন্ডিয়া এ দলে করুণ নায়ার ও ইশান কিশানদের মতন খেলোয়াড়রা কামব্যাক করেছেন। ভারতীয় এ দল ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে দুটি ম্যাচ খেলবে। সাই সুদর্শন ও শুভমন গিল দ্বিতীয় ম্যাচের আগে এই দলে যোগ দেবেন।
ভারতীয় নির্বাচকরা উইকেটকিপার ও ব্যাটার ধ্রুব জুরেলকে ইন্ডিয়া এ দলের সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছেন। ইন্ডিয়া এ দল ক্যান্টারবেরি এবং নর্থাম্পটনে দুটি ম্যাচ খেলবে বলে সূত্রের খবর। প্রথম ম্যাচের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বোর্ডের তরফে।
দ্বিতীয় ম্যাচে যোগ দেবেন শুভমান গিল ও সাই সুদর্শন। অন্তত ১১ জন খেলোয়াড় থাকছেন এই দলে যারা ভারতীয় টেস্ট ক্রিকেট খেলেছেন। তাঁরা হলেন যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, করুণ নায়ার, ইশান কিশান, নীতিশ কুমার রেড্ডি, মুকেশ কুমার, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, সরফরাজ খান, হর্ষিত রানা ও শুভমান গিল।
৫ ম্যাচের টেস।ট সিরিজ খেলবে ভারত। আগামী ২০ জুন থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর ভারতীয় দলের অধিনায়কত্বের দৌড়ে আসেন শুভমান গিল।
ইডিয়া এ দলের স্কোয়াড:
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক)
যশস্বী জয়সওয়াল
করুণ নায়ার
নীতিশ কুমার রেড্ডি
ধ্রুব জুরেল (সহ অধিনায়ক)
শার্দুল ঠাকুর
ইশাণ কিশান
মানব সুথার
তনুষ কোটিয়ান
মুকেশ কুমার
আকাশ দীপ
হর্ষিত রানা
অংশুল কম্বোজ
খলিল অহমেদ
ঋতুরাজ গায়কোয়াড়
তুষার দেশপান্ডে
সরফরাজ খান
হর্ষ দুবে
দ্বিতীয় ম্যাচে যোগ দেবেন:
শুভমান গিলন্ত
সাই সুদর্শন


Leave a comment