রাজ্যকে বকেয়া ডিএ-র ২৫% অবিলম্বে মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় করোলের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানিতেই এই সিদ্ধান্ত হয়। আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মীর বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে রাজ্যকে।

২০২২ সালের ডিসেম্বরে রাজ্য সুপ্রিম কোর্টকে যে হিসেব দিয়েছিল বকয়া ডিএ বাবদ মোট ৪১,৭৭০ কোটি টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। যার সূত্র ধরে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে এই অঙ্ক আরও বাড়ছে। ২০২২ এর ডিসেম্বরে দেওয়া হিসেব অনুযায়ী ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার মানে ১০,৪২৫ কোটিরও বেশি টাকা রাজ্যকে মেটাতে হবে রাজ্যের কোষাগার থেকে।
যদিও এই মামলার চুড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী আগস্ট মাসে রয়েছে মামলার পরবর্তী শুনানি। ২০২২ সালে ২৮ নভেম্বর প্রথমবারৎএই মামলা যায় সুপ্রিম কোর্টে। কেন্দ্রীয় হারে ডিএ দিতে্যহবে এই মর্মে রাজ্য সরকারি কর্মীদের একাংশ মামলা করে কলকাতা হাইকোর্টে। ২০২২ সালের ২০ মে হাইকোর্ট রায় দেয় কেন্দ্রের সমতূল্য হারে অর্থাৎ ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে সরকারি কর্মচারীদের।
এই রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। ২০২২ সালে ৩ নভেম্বর মামলা ওঠে সুপ্রিম কোর্টে। ২৮ নভেম্বর সেই বছর হয় প্রথম শুনানি। এরপরেই বিচারাধীন ছিল মামলাটি। এই মামালা চলাকালীন বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের জন্য। ২৫% ডিএ একবারে মেটানোর সুপ্রিম নির্দেশের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Leave a comment