ভারত-পাক সীমান্ত সংঘাতের আবহে তালিবান বিদেশমন্ত্রী আমির খান আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। কথোপকথনে একাধিকবার আমির খান মুত্তাকি যেভাবে কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনাকে নিন্দনীয় বলেছেন তার জন্য আফগানিস্তানের অবস্থানকে ভূয়সী প্রসংসা করেছেন ভারতের বিদেশমন্ত্রী।

মূলত বেশ কয়েকদিন ধরেই ভারত-পাক সংঘাতের আবহে পাকিস্তানি মিডিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিল ভারত ও আফগানিস্তানের সম্পর্কে চিড় ধরাতে। কার্যত সেই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী।
ভারত-পাক সীমান্ত সংঘাতের ফলে বর্ডার সীজ় থাকায় আফগানিস্তানের সঙ্গে ভারতে বাণিজ্যক্ষেত্রে প্রভাব পড়ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে ইরানের চাবাহার বন্দর এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে জয়শঙ্করের একটি ফোনেই আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।
কিছুদিন আগেই কাবুল গিয়েছিলেন ভারতীয় বিদেশমন্ত্রকের আফগানিস্তান, পাকিস্তান ও ইরান দফতরের ডিরেক্টর আনন্দ প্রকাশ। তালিবান বিদেশমন্ত্রকের সঙ্গে বৈঠকও হয় তাঁর।

Leave a comment