এর আগে কখনও এমনটা হয়নি। আগামীতেও বোধহয় এমনটা হবে না অন্যান্য স্টেডিয়ামের ক্ষেত্রে। আগে থেকে সব কিছু ঠিকঠাক থাকলেও কিছু অবান্তর যুক্তি দিয়ে ইডেনে যে ফাইনাল হওয়ার কথা তা অন্যত্র স্থানান্তরিত করা হবে বলেই আইপিএল সূত্রের খবর।

আইপিএল এর একটি প্রথা রয়েছে, আইপিএল ফাইনালে যে দু’টি টীম অংশ নেয়, পরের বছর সেই দুই টীমের শহরে আয়োজিত হয় উদ্বোধনী ম্যাচ, কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল।
গতবছর কলকতা ছিল আইপিএল চ্যাম্পিয়ন। সুতরাং হিসেব মতন এবছর কলকাতার ৭ টি হোম ম্যাচ বাদ দিয়েও ৩ টি গুরুত্বপূর্ণ ম্যাচ পাওয়া উচিত। সেগুলি হ’ল উদ্বোধনী, কোয়ালিফায়ার ও ফাইনাল। উদ্বোধনী ম্যাচ হ’লেও সংশয়ে রয়েছে কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ।
প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানের সীমান্ত উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য থগিত হয় আইপিএল। উত্তেজনা প্রশমিত হওয়ার সাথে সাথে আগামী ১৭ মে আইপিএল এর বাকি অংশ অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছে আইপিএল ও বোর্ড কর্তৃপক্ষ। ফাইনাল হবে ৩ জুন। এর সঙ্গেই উল্লেখ করা হয়েছে বাকি ১৭ টি ম্যাচের ভেন্যু যার মধ্যে রয়েছে আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, লখনউ ও জয়পুর। এই ছ’টি ভেন্যুর কোথাও কলকাতার উল্লেখ নেই ভেন্যু হিসেবে। যদিও শেষে উল্লেখ কথা হয়েছে প্লে অফ এবং ফাইনাল ম্যাচের ভেন্যু পরে জানানো হবে।
কিন্তু, প্রশ্নটি অন্য জায়গায়, বাকি ১৭ টি ম্যাচের মধ্যেই রয়েছে কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ। গ্রুপ পর্বের ১৩ টি ম্যাচ, দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর এবং ফাইনাল। সুতরাং প্রেস রিলিজে সরাসরি উল্লেখ না থাকলেও বোঝাই যায় কলকাতায় এবারের আইপিএল ফাইনাল সরানো হতে পারে অন্যত্র।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, প্লে অফ এবং ফাইনালের কেন্দ্র এখনও অমীমাংসিত পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। তার কারণ হিসেবে দেখানো হয়েছে আগাম বর্ষা আগমন। যেকারণে কলকাতায় বৃষ্টি হ’লে বাধাপ্রাপ্ত হতে পারে ফাইনাল। এছাড়াও আরেকটি কারণ রয়েছে তা হ’ল, ভারত পাক সীমান্ত সংঘাতের কারণে যখন আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হয় তখন আর্থিক ক্ষতির সম্মুখীন হয় ব্রডকাস্টাররা। এমতাবস্থায় বৃষ্টি হ’লে আবার বাড়তে পারে খরচ। তাই অন্যত্র ফাইনাল সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।
যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। সূত্রের খবর আহমেদাবাদে বৃষ্টি কম থাকার কারণে সেখানে আইপিএল ফাইনাল স্থানান্তরিত হতে পারে।
কিন্তু শুধুমাত্র বৃষ্টির অজুহাতে আইপিএল এর ফাইনাল সরানো হয় কোন যুক্তিতে সেটাই এখন অনেকের প্রশ্ন। কারণ জুন মাসের প্রথমে কোনো কলকাতায় বড়সড় দূর্যোগের কোনও খবর নেই। এতদিন আগে থেকে কলকাতার ভবিষ্যতবাণী কোন ভিত্তিতে করা হচ্ছে? অন্যান্য দেশে গোটা বছরই বৃষ্টি হয়ে থাকে তারাও তো খেলার আয়োজন করছে।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এই বছর হওয়ার কথা লর্ডসে। সেখানে ১২ মাসের মধ্যে তো ১০ মাস দূর্যোগ লেগেই থাকে। তাহলে সেই খেলা অন্যত্র কেন স্থানান্তরিত হবে না?
ইডেনের নিকাশি ব্যবস্থা অন্যান্য স্টেডিয়াম অপেক্ষা অনেক বেশি উন্নত। তা সত্ত্বেও কেন স্থানান্তরিত হতে পারে আইপিএল ফাইনাল?
সিএবির পক্ষ থেকেও কিছু যুক্তি দেওয়া হয়েছে বোর্ডকে যাতে ফাইনাল কলকাতায় করা যায় সেই পক্ষে। গত তিনবছরে ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত যেকটি ম্যাচ আয়োজন করা হয়েছিল বাংলায় তার মধ্যে মাত্র ৫ টি ম্যাচ বৃষ্টির কারণে রিপ্লে হয়েছে। গতবছর বেঙ্গল টি টোয়েন্টি লীগ ভরা বর্ষায় সাতেরো -আঠেরো দিন হয়েছে। কেবলমাত্র দু’দিন হয়নি খেলা।
প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে উদ্যোগী হয়েছেন যদি ফাইনাল নাও হয় তাহলেও একটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ কলকাতায় আনার। যা আগে থেকেই পূর্বনির্ধারিত ছিল। যদি এই দুটি ম্যাচও কলকাতায় না আনা হয় তাহলে বোঝাই যাবে যে কলকাতার সঙ্গে অষ্টাদশ আইপিএল করেছিলো ‘অন্যায়’।

Leave a comment