হাওড়ার মোট ৪,৫০৬ টি অঙ্গনওয়াড়িতে সুরক্ষাবিধি মেনে গ্যাস সিলিন্ডারে রান্নার লক্ষ্যে প্রায় আড়াই কোটিরও বেশি খরচে দেওয়া হবে এলপিজি সংযোগ। তবে এর মধ্যে প্রায় ২,০০০ অঙ্গনওয়াড়ি নিজস্ব বাড়িতে রয়েছে।

বাদবাকি আড়াই হাজার অঙ্গনওয়াড়ি চদে কোনও ভাড়াবাড়িতে বা কোনও স্থানীয় ক্লাবে। নিজস্ব বাড়ি নেই এমন অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে গ্যাস সিলিন্ডারের সুরক্ষার দিক খতিয়ে দেখে দেওয়া হবে এলপিজি সিলিন্ডার।

প্রত্যেক অঙ্গনওয়াড়ি পিছু ৬,০০০ টাকা খরচে দুটি সিলিন্ডার দেওয়া হবে। ডিপোজিট হিসেবে ৪,০০০ টাকা অধিক নেওয়া হচ্ছে। পাশাপাশি অগ্নি নির্বাপনের জন্য তিনটি করে সিলিন্ডার থাকবে প্রতিটি অঙ্গনওয়াড়িতে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

হাওড়া জেলা পরিষদের নারী ও শিশু বিভাগের অধ্যক্ষ রিজিয়া খাতুন জানান এই উদ্যোগ নেওয়ার ফলে মহিলারা কাঠের চুলোর ধোঁয়া থেকে রক্ষা পাবেন। মূলত পড়ুয়া ও অঙ্গনওয়াড়িতে কর্মরত রান্নার মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে পরিবেশকেও দুষণ মুক্ত রাখা যাবে।

শুধু হাওড়া জেলা নয়। রাজ্যজুঢ়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই হবে এলপিজি সংযোগ যার খরচ বহন করবে রাজ্য সরকার। রাজ্যের নারী ও শিশু কল্যাণ বিভাগের মন্ত্রী ডাঃ শশী পাঁজা কয়েকমাস আগেই এই কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী কাজ শুরু হয়ে গেল হাওড়া জেলায়।

Leave a comment