লশকর ও তার সহযোগী জামাত-উদ-দাওয়ার পাশপাশি কট্টরপন্থী আহল-এ-সুন্নতওয়াল জামাতে সক্রিয়তা দেখা গেলো পাকিস্তানের করাচিতে আয়োজিত একটি সভায়।

নতুন সংগঠনের ঝান্ডা সহযোগে লশকর ও তার সহযোগী জঙ্গি সংগঠনগুলি প্রকাশ্য সভা করলো করাচিতে। সেখানে ভারতকে তীব্র ভর্ৎসনা করে হুমকিও দিতে দেখা গিয়েছে বলে সূত্রের খবর। দিফা-ই-ওয়াতন কাউন্সিল (DWC) নামক একটি সংগঠনের ঝান্ডা সহযোগে করাচিতে সভা করেছে লশকর ও তার সহযোগী কয়েকটি সংগঠন। তাদের দাবি, সীমান্তে পরাজিত হয়েছে ভারত।
যেখানে পাকিস্তান সরকার জানিয়েছে যে তারা নাকি লশকর সংগঠনকে বরখাস্ত করেছে সেখানে একেবারে পুলিশি নিরাপত্তায় এই সভা হয়েছে পাকিস্তানের করাচিতে। ভারতকে হুমকির পাশাপাশি তারা পাকিস্তানের সেনাবাহিনীর প্রশংসাও করেছে।
প্রসঙ্গত পেহেলগামে বর্বরোচিত জঙ্গি হামলার জবাবে ভারতীয় সশস্ত্রবাহিনী ‘অপারেশন সিন্দুর’ এর মাধ্যমে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মোট ৯ টি জায়গার জঙ্গিঘাটি গুড়িয়ে দিয়েছিলো যার মধ্যে জইশ-ই-মহম্মদ ও লশকর-ই-তৈয়বা অন্যতম। এই অভিযানে নিহত হয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠনের মুদস্সর খাদিয়ান খাস ওরফে মুদস্সর ওরফে আবু জুন্দলের মতো কুখ্যাত লশকর সন্ত্রাসবাদী। পাক মুরিদকে লশকরের সদর দফতর মার্কাজ তইবাও ধ্বংস হয়েছে ভারতীয় সেনার অভিযানে।

Leave a comment