গত লোকসভা ভোটে টিকিট দেয় না দল। সেই ক্ষোভেই দূরত্ব তৈরি হয়েছিলো দলের সঙ্গে। দল বদল নিয়ে জল্পনা চলছিলো পদ্ম শিবিরের অন্দরে। এবার সেই জল্পনা সত্যি করে জনবার্লা এদিন তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে যোগদান করলেন তৃণমূলে।

গত লোকসভা ভোটে টিকিট না দেওয়ার পর বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন জন বার্লা। এরপর দিল্লি গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাতও করেছিলেন। এরপরেই রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি। কয়েকমাস আগেই জল্পনা শুরু হয় যে জন বার্লা ফুল পরিবর্তন করতে পারেন। তিনিই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সুযোগ দিলে একসঙ্গে কাজ করবেন তিনি।
প্রসঙ্গত, জানুয়ারিতে কালাচিনির সভায় একমঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় জন বার্লাকে। এর মধ্যে গত রবিবার কয়েকজন বিজেপি নেতা ও সিকিমের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তাঁর বাড়িতে। তখন মনে করা হয়েছিল, হয়তো দূরত্ব ঘুচলো বিজেপির সঙ্গে জন বার্লার। কিন্তু শেষপর্যন্ত তৃণমূলে যোগ দিলেন তিনি।
বছর ঘুরলেই লোকসভা ভোট, আর সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দল বদল উত্তরবঙ্গের ভোটবাক্সে যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a comment