জ্বালাপোড়া গরমে গলদঘর্ম অবস্থা দক্ষিণবঙ্গের। বাইরে বার হলেই গরমে ঘেমে যাচ্ছে সারা শরীর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে-এমনটাই মনে করছে হাওয়া অফিস।

তবে এই অস্বস্তিকর গরম থেকেও খুব তাড়াতাড়ি মুক্তি পাবে দক্ষিণবঙ্গ। হাওয়া অফিসের খবর অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ জেলায় রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও আজ অর্থাৎ বৃহস্পতিবারের পর থেকেই বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে চলতে পাড়ে দমকা ঝোড়ো বাতাস। এরফলে তাপমাত্রাও কমতে পারে ২ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।

আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড়বৃষ্টির প্রভাব বেশি থাকবে এবং মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ তবে বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে অস্বস্তিকর গরম চরমে উঠবে। এরপর বিকেল থেকেই রূপ বদলাতে শুরু করবে আবহাওয়া। বিকেল বা সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। এরপর শনিবার পর্যন্ত বাড়তে শুরু করবে ঝড়বৃষ্টির প্রভাব।

আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ২.৬ ডিগ্রি ওপরে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক অপেক্ষা ০.৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। ৫৮ শতাংশ থেকে ৮৫ শতাংশ রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামী ২৪ ঘন্টায় শহরের উষ্ণতা থাকবে ২৮ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a comment