ইসকনের সভাপতি শ্রী রাধারমন দাস জানিয়েছে ভক্তদের ৬০ থেকে ৭০ শতাংশই ওড়িশা থেকে এসেছেন। তাঁর মতে ভগবানের প্রতি ভক্তি যে কোনও দ্বন্দ্বের উর্ধ্বে। জগন্নাথধামের প্রতিষ্ঠা ও নামকরণ নিয়ে যতই বিতর্ক সৃষ্টি হোক না কেন এই নবনির্মিত জগন্নাথধাম ভক্তদের নতুন তীর্থ ক্ষেত্র এবং পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।

শ্রী রাধারমন দাস একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন যে দিঘার প্রধান আকর্ষণ এখন এই নবনির্মিত জগন্নাথধাম। প্রাণ প্রতিষ্ঠার ১৫ দিনের মধ্যে প্রায় ২০ লক্ষ দর্শনার্থী এসেছেন এই ধামে। যারমধ্যে অবাক ও বিস্ময়কর বিষয় হ’ল ৬০ থেকে ৭০ শতাংশ দর্শনার্থীই হলেন ওড়িশার।

তাঁর মতে, ওড়িশার চন্দ্রেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভ্রমণকারী তীর্থযাত্রীরা নিজেদের ভ্রমনের ব্যাপ্তিকে বাড়িতে দিঘায় এসে জগন্নাথ দর্শন করছেন। মন্দির ট্রাস্টের সদস্যদের মতে দিঘার এই ভক্ত সমাগমে গ্রীষ্মের তীব্র দাবদাহও উপেক্ষিত।

Leave a comment