৩টি আইপিতে ১০টি নতুন কোম্পানিকে (বেশিরভাগই ইস্পাত কারখানা) জমি বরাদ্দ করা হয়েছে – জঙ্গল সুন্দরী কর্মনগরী (রঘুনাথপুর), মঙ্গলপুর (আসানসোল) এবং পানাগড়।

মোট বিনিয়োগ হতে চলেছে ২৫,০০০ কোটিরও বেশি। বরাদ্দ হয়ে ২,৫১৫ একর জায়গা। এখানে প্রকল্পিত কর্মসংস্থান হবে ৭৫,০০০ এরও বেশি।
হিডকো নিউ টাউনে ২৫ একর জমির উপর নতুন আন্তর্জাতিক মানের বিনোদন ও সংস্কৃতি পার্ক তৈরি করা হবে। যার নাম হবে International Information Technology Entertainment Cultural Park (IIETC) বা বিশ্ব অঙ্গন।
শহরের সমস্ত কনসার্ট বা ইভেন্টের জন্য এটি ভবিষ্যতের গন্তব্য হবে!
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ২৩টি জেলা শহরে শপিং মল তৈরি করতে চলেছে।
প্রথম ধাপে ১০টি এবং দ্বিতীয় ধাপে বাকিগুলো। ২টি তলা স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর জন্য রাখা হবে।
প্রথম ধাপ:
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া
এমএসএমই খাতে, রাজ্য জুড়ে ১৫টি শিল্পাঞ্চলে ৪৩টি কোম্পানিকে জমি বরাদ্দ করা হয়েছে।

Leave a comment