দেশের ৫২ তম প্রধান বিচারপতির দায়িত্বে এলেন বি আর গাভাই। রীতি মেনেই রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদি মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। আগামী ৬ মাস তিনি দেশের বিচারব্যবস্থার শীর্ষস্থানে থেকে দায়িত্ব সামলাবেন। ২৩ নভেম্বর তিনি অবসর নেবেন।

মহারাষ্ট্রের অমরাবতীতে ১৯৬০ সালে ২৪ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তাঁর কথা অনুযায়ী, একেবারে বস্তির মধ্যেই বেড়ে উঠেছেন তিনি। গতবছর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি বি আর অম্বেদকরের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে জানান, বাবা রাও আম্বেদকরের জন্যই তিনি পুরসভার একটি বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পান।

আইনজীবী হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে বম্বে হাইকোর্ট থেকে। বম্বে হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন ২০০৩ সালে। দীর্ঘ ১৫ বছর সেখানে বিচারপতির দায়িত্ব সামলানোর পর ২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব পান তিনি। দেশের দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি তিনি। প্রথম তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেরলের কে জি বালাকৃষ্ণণ। ২০১০ সালে অবসরপ্রাপ্ত হন তিনি।

Leave a comment