গত শনিবার যুদ্ধবিরতির পর গতকাল রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাতে সাম্বার আকাশে সন্দেহভাজন ড্রোনের আস্ফালন ও দেখা যায়।

আজ বেলা বাড়তেই কাশ্মীরের সোপিয়ানে ফের জঙ্গিদের সঙ্গে লড়াই চলছে ভারতীয় সেনার। এই মুহূর্তে জঙ্গলে ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। এবিপির রিপোর্ট অনুযায়ী তল্লাশি চালানোর সময় গোলা গুলির আওয়াজ পাওয়া যায়।

গোটা এলাকা ঘিরে ফেলেছে দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা। এর সাথে খবর পাওয়া যাচ্ছে জম্মু কাশ্মীরের রাজৌরিতে পাক সেনার ছোড়া মর্টর নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা। পুঞ্চে একটি বাসভবন থেকে উদ্ধার হয়েছে ৩৬ কেজিরও বেশি ওজনের মর্টর যা নিষ্ক্রিয় করা হয়েছে।

যখন ধিরে ধিরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত ৮ টায় নিজের বক্তব্য রাখছেন, আইপিএল ১৭ মে থেকে শুরু হতে চলেছে ঠিক তখনই চোরাগাপ্তা ভাবে হামলার ছক করছে পাকিস্তান। ভারতীয় সেনার জবাবে যদিও প্রত্যেকবার প্রতিহতও হচ্ছে।

Leave a comment