প্রকাশিত হ’ল CBSE দশম শ্রেণীর ফলাফল। পাশের হার ৯৩.৬% যা গতবারের তুলনায় ০.৪৮% বেশি। গতবারের তুলনায় এই বছর ৯০% বা তার বেশি এবং ৯৫% বা তার বেশি নম্বর পাওয়া শীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

ফলাফল জানা যাবে cbseresults.nic.in , digilocker.gov.in , results.gov.in থেকে।

পরীক্ষার জন্য নাম নথিভুক্ত হয়েছিল ২২,৫১,৮১৫ টি। পরীক্ষায় বসেছিল ২২,৩৮,৮২৭ জন। পাশ করেছে ২০,৯৫,৪৬৭ জন।

Leave a comment