সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর দ্বাদল পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হ’ল ফলাফল। পাশের হার ৮৮.৩৯%। পাশের হার গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ০.৪১%। মেয়েদের পাশের হার ৯১%। ছেলেরদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। দেশের মধ্যে এগিয়ে রয়েছে বিজয়ওয়াড়া।

যেই ওয়েবসাইট থেকে ফলাফল দেখা যাচ্ছে সেগুলি হ’ল।
cbse.gov.in
results.cbse.nic.in
dglocker.gov.in এছাড়াও UMANG অ্যাপে দেখা যাচ্ছে এই রেজাল্ট।
যেসব পরীক্ষার্থী তাদের নবর নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন তারা গতবছরের মতই এই বছর রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেক প্রশ্নের পূনর্মূল্যায়নের জন্য খরচ করতে হবে ১০০ টাকা। মার্কশিটের ফটোকপি পেতে চাইলে ফি দিতে হবে ৭০০ টাকা। উত্তরপত্র স্ক্রুটিনির জন্য দিতে হবে ৫০০ টাকা এবং ঐই বরাদ্দ অর্থমূল্য নন রিফান্ডেবল বলেই জানিয়েছে বোর্ড।

Leave a comment