রোহিত শর্মার অবসরের কিছুদিন পরেই কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি জানিয়ে দিলেন তিনি আর টেস্ট ক্রিকেট খেলবেন না। শত অনুরোধের পরেও নিজের সিদ্ধান্তকেই মান্যতা দিলেন বিরাট।

সোমবার সকালেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে অবসরের কথা লিখেছেন তিনি।
তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন “সেই ১৪ বছর আগে আমি টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু পরেছিলাম। আমি নিজেও ভাবতে পারি নি আমি এরকম একটা জায়গায় পৌঁছাতে পারবো। এটা আমাকে পরীক্ষার মাধ্যমে তৈরি করেছে। এমন কি যা যা শিখিয়েছে তা সারা জীবন মনে রেখে চলব। সাদা পোশাকে খেলার আলাদা একটা উপলব্ধি রয়েছে। এই ফরম্যাট থেকে সরে যাওয়াটাও সহজ নয়। আমি হাসি মুখে আমার এই টেস্ট ফরম্যাটের অভিজ্ঞতা কে স্মরণ করবো”

২০১১ সালে জামাইকায় ওয়েট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষেক, ২০২৫ এ সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন তার কেরিয়ারের সর্বশেষ টেস্ট ম্যাচ।
১২৩ টি টেস্ট খেলেছেন বিরাট, রান করেছেন ৯,২৩০। গড় ছিলো ৪৬.৮৫। এর মধ্যে ৩০টি সেঞ্চুরি ও ৩১ টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৪ রানে অপরাজিত ছিলেন। তার এই স্কোর সর্বোচ্চ।
শুধু ব্যাটসম্যান হিসেবে না, অধিনায়ক হিসেবেও তার কৃতিত্ব কম নয়। পরিসংখ্যান বলছে, সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
অধিনায়ক হিসেবে ৬৮টি ম্যাচে ৪০ টি তে জয় লাভ করেছে টিম ইন্ডিয়া।
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ৬৮ টি টেস্টে রান করেছেন ৫,৮৫৪ রান। যেখানে ২০টি সেঞ্চুরি রয়েছে তার।

কোহলির অধিনায়কত্বেই অস্ট্রেলিয়ায় প্রথম বার জয়ী হয় ভারত। প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে সেঞ্চুরিয়নে টিম ইন্ডিয়াকে এনে দিয়েছেন জয়। বিদেশে টেস্ট সফরে ৩৬টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬ টি তে জয় এনে দেন টীম ইন্ডিয়াকে।
Leave a comment