মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান জেলায় আগামী দু ঘন্টায় তুমুল দূর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।‌ এর সঙ্গে প্রতি ঘন্টায় ৪০ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

উত্তর বাংলদেশে একটি ঘূর্ণাবর্ত ও দক্ষিণ বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামানে সৃষ্টি হওয়া আরেকটি ঘূর্ণাবর্তের কারণে অনেক আগে বর্ষার আগমন হবে বাংলায়। তবে দক্ষিণবঙ্গের কপালে এখনই স্বস্তি মিলছে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

তবে এর মধ্যেও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম বর্ধমান‌-সহ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, উত্তর ২৪ পরগণায় ঝড়-বৃষ্টির হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।

Leave a comment