আগামী বৃহস্পতিবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে রয়েছে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি। তবে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের কথা জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। আজ, অর্থাৎ সোমবার চার জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি।

আগামীকাল, অর্থাৎ মঙ্গলবার তাপপ্রবাহ চলবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া জেলায়। আগামী বুধবার ও বৃহস্পতিবার এই জেলাগুলির কোথাও কোথাও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

পশ্চিম ও উত্তর পশ্চিমের শুষ্ক গরম হাওয়ার জন্যই তাপরবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যে।অন্যদিকে বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা যা উত্তরবঙ্গ, অসম হয়ে মেঘালয়ের উপর দিয়ে বিস্তৃত হয়েছে যার ফলে প্রচুর জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে বঙ্গোপসাগর থেকে। এই জলীয়বাষ্পের পরিমাণ বাড়তে আরম্ভ করলেই অস্বস্তিকর আবহাওয়ার সাথেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত।

উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মালদাতে আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই আবার বৃষ্টিপাতেরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর সঙ্গেই চলতে পারে ঘন্টায় ৩০ – ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া।

ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং জেলায়।

কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ এবং এর সাথে বেলা বাড়তে আরম্ভ করলেই অস্বস্তিকর গরম পরিস্থিতি সৃষ্টি হবে। আগামী বুধবার পর্যন্ত আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন নেই শহরে।

আজ সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.২ ডিগ্রি সেলসিয়াস অধিক। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয়বাষ্পের পরিমাণ ৪৩ শতাংশ থেকে ৮২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের উষ্ণতা থাকবে ২৯ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

Leave a comment