আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান একটি সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল, শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান।
শনিবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেল পোস্ট করে জানান দুই দেশের সঙ্গে কথা হয়েছে আমেরিকার রাষ্ট্রপ্রধান। বিকেল ৫’টা থেকে উভয় দিক থেকেই বিরত থাকা হচ্ছে , ৪৩ ঘণ্টা সংঘর্ষবিরতি। আগামী বৈঠক ১২ মে, ঘোষণা করে জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী। শনিবার দুপুর ১২ টায় কথা হয় দু’দেশের DGMO-র।
সংঘর্ষ বিরতি নিয়ে বিবৃতি দিয়েছে ভারত এবং পাকিস্তান। ভারতের আক্রমণের জেরে পথ না পেয়ে পাকিস্তান ফোন করে। DGMO-স্তরে ফোনে কথা বলে পাকিস্তান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী ইশাক ডার তিনি তার এক্স হ্যান্ডলে লেখেন, “পাকিস্তান এবং ভারত দুই পক্ষই অবিলম্বে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছেন। পাকিস্তান সার্বভৌমত্ব বজায় রেখে সর্বদাই শান্তি, নিরাপত্তার জন্য প্রয়াস করেছে”।
কিন্তু এর তিন ঘন্টার মধ্যেই শ্রীনগরে আচমকা বিস্ফোরণ ঘটিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান।
শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে জানিয়ে নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
এই মুহূর্তে বিএসএকে ‘ফ্রীহ্যান্ড’ দেওয়া হয়েছে এর জবাব দেওয়ার জন্য। জম্মুর উধমপুরে পাকিস্তানি ড্রোনকে নিষ্ক্রিয় করেছে ভারতীয় সেনা। এছাড়াও বারামুল্লা, কাটুয়া, উধমপুর বর্ডারে ওপার থেকে গোলাগুলি চলছে বলে খবর।

Leave a comment