ভারতীয় সেনার জবাবে ধ্বংস পাক ড্রোন। স্থল, নৌ ও বায়ু একযোগে অপারেশন করেছে বলেই খবর।

পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচি সহ ১৬টি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্রের খবর, সাম্বা সেক্টর দিয়ে ১২ জন জঙ্গি পাকিস্তান থেকে ভারতে ঢোকির চেষ্টা করেছিলো। বিএসেফের গুলিতে ৭ জন জইশ জঙ্গি নিহত হয়েছে।
পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলা বর্ষণ করছে পাক সেনা। তার কড়া জবাব দিয়ে চলেছে ভারত।

Leave a comment