গোটা দক্ষিণবঙ্গ জুড়েই গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ। আজ অর্থাৎ, শুক্রবারেও থাকবে গরম অস্বস্তিকর আবহাওয়া। আগামীকাল, অর্থাৎ শনিবার থেকে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতন জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়ার এইরকম পরিস্থিতি থাকবে সোমবার পর্যন্ত। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি পর্যন্ত।

তবে রবি ও সোমবারে কোথাও কোথাও হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়। উত্তরবঙ্গেও গরম বাড়বে। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে ৪ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর পশ্চিম ও পশ্চিমে শুষ্ক আবহাওয়া থাকবে। তার জেরে গোটা দক্ষিণবঙ্গেই রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। শনিবার উত্তরবঙ্গেও রয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি।
তবে লনি ও রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে চলতে পারে দমকা ঝোড়ো বাতাস।
আজ শুক্রবার, কলকাতায় মূলত পরিষ্কার আকাশ রয়েছে। তবে বেলা বাড়তে আরম্ভ করলেই আংশিক মেঘলা আকাশ। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া থাকবে শহরে। শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ শতাংশ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরেথ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

Leave a comment