সুরক্ষা সুনিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলো রাজ্য। এবার সেই সিদ্ধান্ত মতোই আউটপোস্টটি চালু হয়েছে। সেখানে ১৯ জন অফিসার ও কর্মীকেও পোস্টিং দিয়েছেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য।

হলদিয়ার ভবানীপুর থানার সাব-ইন্সপেক্টর দিলীপ চক্রবর্তীকে আগেই ঐ ফাঁড়ির ইনচার্জ হিসেবে পাঠানো হয়েছিলো। তমলুক হেড কোয়ার্টারে রিজার্ভে থাকা ৪ জন কনস্টেবল কে ঐ ফাঁড়িতে পোস্টিং দেওয়া হয়েছে এর সঙ্গে ভূপতি নগর থানা থেকে একজন এএসআই-কে ঐ ফাঁড়িতে বদলি করা হয়েছে।

মন্দিরের নিরাপত্তা ও পূন্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো। মন্দির সংলগ্ন একটি গেস্ট হাউসকে হিডকো অধিগ্রহণ করে সাজিয়ে তোলে। সেটিকেই ফাঁড়ি হিসেবে তৈরি করা হয়।

Leave a comment