স্বস্তির পর্ব শেষে আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ ও লু এর মতন পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার থেকেই তাপমাত্রা বাড়তে আরম্ভ করেছে।

মালদা তেও তাপপ্রবাহ ও লু বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত পশ্চিমী গরম বাতাসের ফলেই এই লু বইবে। এছাড়াও আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিকর আবহাওয়া সৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি থাকবে তবে আগামী সপ্তাহের শুরুর দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে।

উইকেন্ডে কলকাতার তাপ মাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে এর সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রিরও বেশি। বিগত বেশ কয়েকদীন ধরেই কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে থাকলেও বুধবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক সীমা পার করেছে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ ৪৮ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

Leave a comment