২২ এপ্রিল মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২৬ জন নিরিহ পর্যটক।

তার প্রতিশোধ নিতেই ৬ মে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ভারতীয় সশস্ত্রবাহিনীর ক্ষেপনাস্ত্রের হামলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জইশ-ই-মোহাম্মাদ-এর বাহাওয়ালপুর ও লস্কর-ই-তৈয়বার মুরিদ সহ ন’টি জঙ্গি ঘাটি ধ্বংস হয়েছে।

এরপরেই নিরাপত্তা ও সুরক্ষা আরও মজবুত করতেই আপাতত ৩০০ টির-ও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। তার মধ্যে রয়েছে ইন্ডিগো, স্পাইসজেট, ইন্ডিয়া এসপ্রেস, আকাসা এয়ার সহ কয়েকটি বিদেশি বিমান সংস্থা।

ইন্ডিগো জানিয়েছে ১০ মে ভোর পর্যন্ত ১৬৫ টি বিমান বাতিল করা হয়েছে শ্রীনগর, অমৃতসর সহ বর্ডার সংলগ্ন ও স্পর্শকাতর বিমান বন্দরে।

আগামী ১০ মে ভোর ৫টা ২৯ মিনিট পর্যন্ত ভুজ, যোধপুর, জম্মু, লেহ, অমৃতসর, শ্রীনগর, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট-এ বিমান পরিষেবা বন্ধ থাকবে।

স্পাইসজেট জানিয়েছে, লেহ, শ্রীনগর, জম্মু, অমৃতসর ধর্মশালা, কান্দলা এবং এর বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ থাকবে।

বন্ধ বিমানবন্দরগুলি হ’ল শ্রীনগর
লেহ
জম্মু
ধর্মশালা
অমৃতসর
পাঠানকোট
ভুন্টার (হিমাচল প্রদেশ)
শিমলা
চণ্ডীগড়
যোধপুর
জয়সলমের
জামনগর
লুধিয়ানা
কিষাণগড় (রাজস্থান)
পাতিয়ালা
গাগ্গল (হিমাচল প্রদেশ)
বিকানের (রাজস্থান)
হালওয়ারা (পাঞ্জাব)
মুন্দ্রা (গুজরাট)
পোরবন্দর (গুজরাট)
রাজকোট
কান্দলা (গুজরাট)
কেশোদ (গুজরাট)
ভুজ (গুজরাট)
থয়েস (লাদাখ)

Leave a comment